সংসদে রচনার হাত থেকে ফোন নিয়ে যা করলেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী ও রচনা ব্যানার্জি

প্রথমবারের মতো ভারতের সংসদে নাম লেখালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার লোকসভা ভোটে হুগলি থেকে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী। আর প্রথমবারের মতো সংসদে যেতেই দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন রচনা। আর সেই মিষ্টি অভিজ্ঞতা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতেই এখন দিল্লিতে নায়িকা। রচনা জানান, সংসদ ভবনে নিজের ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ করেই সামনে হাজির রাহুল গান্ধী। বিরোধীদলীয় নেতা সামনে এসে রচনার হাত থেকে ফোন নিয়ে নিজেই সেলফি তুললেন অভিনেত্রীর সঙ্গে!

1
রচনার সঙ্গে সেলফি তুললেন রাহুল গান্ধী

লোকসভার বিরোধীদলীয় নেতা হিসেবে যাত্রা শুরু করেছেন রাহুল।

তাঁর আচরণে মুগ্ধ রচনা। লোকসভা অধিবেশনের তৃতীয় দিন রাহুল গান্ধীর সঙ্গে সেলফি পোস্ট করেন অভিনেত্রী। জানান, সংসদের ভেতরে নিজের একটি ছবি তুলছিলেন তিনি। রাহুল এগিয়ে এসে বললেন, ‘আমি তোমার ছবি তুলে দিচ্ছি।

’ 

ব্যক্তিগত স্তরে রাহুল গান্ধীকে চেনেন না রচনা। তবে প্রথম সাক্ষাতে তাকে ভীষণ মাটির মানুষ বলে মনে হয়েছে তৃণমূল সংসদ সদস্যের।

তবে সংসদ ভবনে জমিয়ে ফটোসেশন চললেও কাজ নিয়ে কোনো রকম সমঝোতা নয় বলেই জানালেন রচনা। অভিনেত্রী বলেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে।

সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাব, জানি না! কিন্তু আওয়াজ তুলতে হবে।’

LEAVE A REPLY