ভারতে আমির খানের কয়টি বাড়ি?

আমির খান

প্রায় ১০ কোটি টাকা খরচ করে নতুন একটি ফ্ল্যাট কিনেছেন ভারতীয় মেগাস্টার আমির খান। মুম্বাইয়ে পালি হিলের কাছে তাঁর এই নতুন ফ্ল্যাট অবস্থিত। জানা গেছে, এই ফ্ল্যাট কিনতে তিনি প্রায় ১০ কোটি টাকা খরচ করেছেন।

স্কোয়ার ইয়ার্ডস ডট কমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আমির খানের এই প্রপার্টি রেজিস্ট্রেশন ডকুমেন্ট অ্যানালাইজ করে দেখা গেছে যে, অভিনেতা ৯ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে এই ফ্ল্যাটটি কিনেছেন।

এই নতুন ফ্ল্যাটটি প্রায় ১০২৭ স্কয়ার ফিটের। গত ২৫ জুন ট্রান্সফার ডিডে সই করা হয়েছে। এর জন্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি লেগেছে সঙ্গে ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি লেগেছে।

আমির খানের এই নতুন সম্পত্তি বেল্লা ভিস্তা অ্যাপার্টমেন্টে অবস্থিত যা কিনা মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা পালি হিলসে অবস্থিত।

এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক তারকাই এখানে বাড়ি কেনেন এবং থাকেন।

তবে এই নতুন ফ্ল্যাট ছাড়াও আমি খানের আর কয়টি ফ্ল্যাট ও বাড়ি আছে জানেন? একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বেল্লা ভিস্তা অ্যাপার্টমেন্টে সহ পালি হিলসের মেরিনা অ্যাপার্টমেন্টেও ফ্ল্যাট আছে আমিরের। তবে সেই দুটি ফ্ল্যাটে এখন কাজ চলছে। এছাড়া বান্দ্রায় আমিরের একটি ৫০০০ স্কয়ার ফিটের দোতলা বাড়ি আছে।

২০১৩ সালে পঞ্চগণিতে ২ একরের উপর জায়গা নিয়ে একটি ফার্মহাউজ কিনেছিলেন আমির। এছাড়াও তার বেশ কিছু কমার্শিয়াল প্রপার্টিও আছে। একাধিক রিপোর্টে দাবি করা হয় যে, উত্তর প্রদেশের শাহাবাদ ও হারদোই জেলাতেও আমির খানের প্রায় ২২টি বাড়ি আছে।

LEAVE A REPLY