রোহিত শর্মা। সংগৃহীত ছবি
ভারতের পেসার আর্শদীপ সিংয়ের রিভার্স সুইং পাওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। বল টেম্পারিংয়ের ইঙ্গিত করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান ইনজামাম। ইনজামামের সন্দেহের তীর সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শেষ ম্যাচে আর্শদীপের করা ১৬তম ওভারের দিকে। তাঁর সেই অভিযোগের জবাব দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত জানিয়েছেন, শুধু তাঁর দল নয়, ক্যারিবিয়ানে কন্ডিশনের কারণে সব দলেরই রিভার্স সুইং পাওয়ার কথা। কিছুটা বিরক্ত কণ্ঠে রোহিত বলেছেন, ‘এখন আমি এটার কী জবাব দেব? এত রোদের মাঝে খেলছেন আপনি, এত শুষ্ক উইকেট, বল রিভার্স আপনা-আপনি হয়। শুধু আমাদের কেন, সব দলের হচ্ছে। মাঝেমধ্যে মাথা খাটানোও জরুরি।
বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না। এটাই আমি বলব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ইনজামামের মন্তব্যটি ছিল এমন, ‘১৫তম (আসলে ১৬তম) ওভারে আর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল।
বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’
পাকিস্তানের কোনো বোলার হলে বিষয়টি নিয়ে তোলপাড় হতো জানিয়ে ইনজামাম আরও যোগ করেন, ‘যদি পাকিস্তানি বোলার এমন করত, তাহলে অনেক কান্নাকাটি হতো। আমরা জানি কীভাবে বল রিভার্স হয়।
যদি আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স করায়, তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে।’