‘ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে কোহলি’

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানায়, সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ ইনিংসে ১০০ স্ট্রাইক রেটে কোহলির সংগ্রহ মাত্র ৭৫ রান। অর্থাৎ ১০.৭১ গড়ে রান করেছেন কোহলি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে কোনো ওপেনারের সর্বনিম্ন গড়ের দিন থেকে তৃতীয়।

যদিও নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটার। ফাইনালে বড় একটা ইনিংস খেললেই এই হতশ্রী অবস্থা থেকে বের হয়ে যাবেন কোহলি।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, কোহলির মতো ক্রিকেটারকে ফর্ম দিয়ে বিচার করার সুযোগ নেই। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে কোহলি জ্বলে উঠবেন বলে বিশ্বাস রোহিতের।

রোহিত বলেন, ‘দেখুন, সে উঁচু মানের ক্রিকেটার। যেকোনো সময় এই অবস্থার (ছন্দহীনতা) মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচায়ক নয়।

তাকে দেখে ভালো মনে হচ্ছে। (তার ব্যাটিংয়ে) তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে।’

বিশ্বকাপের আগে অবশ্য দারুণ ছন্দে ছিলেন কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ইনিংসে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৭৪১ রান করেন তিনি।

স্ট্রাইক রেট (১৫৪.৬৯) আর গড়ও (৬১.৫০) ছিল দুর্দান্ত। টুর্নামেন্টে বেঙ্গালুরুর ঘুরে দাঁড়ানোর গল্পে কোহলিই ছিলেন বড় নায়ক।

LEAVE A REPLY