চোটের কারণে আর্জেন্টিনার অনুশীলনে ছিলেন না মেসি

সংগৃহীত ছবি

কোপা আমেরিকায় বুধবার চিলির বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেলেও সে ম্যাচে মাংসপেশিতে চোট পান লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন চিকিৎসকদের সাহায্য নেন অর্জেন্টাইন অধিনায়ক। এর পরেও তাকে কয়েকবার নিজেকেই  ঊরুতে মালিশ করতে দেখা গেছে। তবু ম্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন তিনি।

তবে গত রাতে মায়ামির ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মাঠে আলবিসেলেস্তেরা অনুশীলন করলেও সেখানে মেসিকে দেখা যায়নি। আর্জেন্টিনা দলের একজন মুখপাত্র আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে জানায়, টিম হোটেলে বিশ্রামে মেসি। সেখানে চোটের শঙ্কায় থাকা এই ফুটবলারের কাইনেসিওলজি (এক ধরনের থেরাপি) সেশন হয়।

ইতিমধ্যে মেসির চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে।

আজ আরেকবার পরীক্ষা করা হবে। যদিও আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশন (এএফএ) এখনো ৩৭ বছর বয়সী এই তারকার চোট নিয়ে কিছু জানায়নি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী রোববার পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন না মেসি। কোয়ার্টার ফাইনালের আগে বিশ্রাম দেওয়া হবে।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

LEAVE A REPLY