পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেফতার

অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনি প্রিজনারস সোসাইটি বৃহস্পতিবার বলেছে, জেনিন, হেবরন, বেথলেহেম, রামাল্লা ও আল-বিরেহ, নাবলুস ও জেরুজালেমে রাতভর অভিযান চলেছে। এসব অভিযান অধিকৃত অঞ্চলগুলোতে ইসরাইলের সহিংস হামলারই অংশ। 

গ্রেফতারের দৈনিক হিসাব রাখা গোষ্ঠীটি বলেছে, ইসরাইলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেফতার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। 

ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে। রামাল্লা থেকে আলজাজিরার সাংবাদিক নুর ওদেহ বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে। এক দিনে প্রায় ৩৮টি অভিযানও পরিচালনা করেছে। গ্রেফতারের সংখ্যাও বাড়ছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা গত বছরের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হচ্ছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজার উত্তরে সারারাত বোমাবর্ষণের পর ড্রোন হামলাও চালিয়েছে সেনারা। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, এ হামলায় শেজাইয়া শহরে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। ফলে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

রয়টার্সের পাওয়া ফুটেজে অভিযান শুরুর পর নারী, পুরুষ এবং শিশুদের ব্যাগ ও খাবার নিয়ে রাস্তায় দৌড়াতে দেখা গেছে। পালানোর সময় কিছু পুরুষ আহত শিশুদের কোলে করে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। রক্তাক্ত একটি ছেলে শিশুকে কোলে করে নিয়ে যাওয়া এক ব্যক্তি বলেছিলেন, এখানে শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইসরাইলের সামরিক মুখপাত্র বলেছেন, শেজাইয়ায় হতাহতের খবর নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

LEAVE A REPLY