প্রথমার্ধে প্যারাগুয়ের জালে ব্রাজিলের ৩ গোল

কোস্টারিকার বিপক্ষে হতাশার ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে গোলের খাতা খোলার সুযোগ পেয়েও হাতছাড়া করেন লুকাস পাকেতা। মিস করেন পেনাল্টি। তবে ভিনিসিউস জুনিয়র ও স্যাভিওর নৈপুণ্যে সে আক্ষেপ ঘুচিয়ে প্রথমার্ধেই বড় লিড নিয়েছে ব্রাজিল।

শনিবার (২৯ জুন) কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। প্রথমার্ধের খেলা শেষে ৩-০ গোলে এগিয়ে সেলেসাওরা। জোড়া গোল করেছেন ভিনিসিউস। একটি গোল করেছেন স্যাভিও।

কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছিল ব্রাজিল। তাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে দ্বিতীয় ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল দরিভাল জুনিয়রের শিষ্যদের। কিন্তু এ ম্যাচের শুরুতে বার বার প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে যেভাবে বল হারাচ্ছিলেন ভিনিসিউসরা, তাতে আগের ম্যাচের পুনরাবৃত্তির আভাস ছিল। ৩১তম মিনিটে তো হতাশই করে বসেন লুকাস পাকেতা। বক্সে প্যারাগুয়ের ডিফেন্ডারের হাতে লাগার সুবাধে পাওয়া পেনাল্টি নিতে গিয়ে বারের বাইরে শট নেন তিনি।

তবে সেলেসাওদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে দেননি ভিনিসিউস। ৩৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে সতীর্থদের পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। এক-দুই পাসের পর তাকে বল বাড়িয়ে দেন পাকেতা। প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিউস।

এর ৮ মিনিট পর ব্যবধান বাড়ান স্যাভিও। প্যারাগুয়ের রক্ষণের ভুলে বক্সে বল পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক গোলটি করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ভুলের মাশুল দিয়ে তৃতীয় গোলটি হজম করে প্যারাগুয়ে। গোলবারের সামনে থেকে বল ক্লিয়ার করতে দেরি করায় এগিয়ে গিয়ে বল জালে জড়ান ভিনিসিউস। তার আগে দুদলের খেলোয়াড়রা বল থ্রো-ইন নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। তাতে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ওয়েনডেল আর প্যারাগুয়ের ডিফেন্ডার ফাবিয়ান বালবুয়েনা।

LEAVE A REPLY