এবার কাপ ভাগ্য সহায় হবে, বিশ্বাস দ্রাবিড়ের

সংগৃহীত ছবি

গত এক বছরে আইসিসি-র তিনটি প্রতিযোগিতার ফাইনালে ভারত। দুটি ট্রফি হাতছাড়া হলেও তৃতীয়টি অর্জনের লক্ষ্যে ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দ্রাবিড়ের শীষ্যরা। বিদায়বেলায় তাই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মনে হচ্ছে, শনিবার বার্বেজোজ়ে সেই কাপ-ভাগ্য সহায় হবে তাদের।

আজকের ফাইনালে বিশ্বকাপে অপরাজিত থেকে মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হলেও আর ট্রপির ছোয়া পায়নি ভারত। অন্যদিকে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, “একটা বিষয় খুবই ইতিবাচক যে, ধারাবাহিক ভাবে এই দলটা দারুণ ক্রিকেট খেলছে। আইসিসির তিন সংস্করণের ক্রিকেটের ফাইনালে খেলেছে ভারত।

এই কৃতিত্ব ক্রিকেটারদের প্রাপ্য। ফাইনালে যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তা হলে জয় নিশ্চিত।”

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে দ্রাবিড় বলেন, “গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালেও দল দারুণ তৈরি ছিল। প্রত্যেক বিভাগে লড়াই করেছে, তবে ওই দিনে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভাল ক্রিকেট খেলেছিল।

এমনটা হতেই পারে। তবে আশা করি, কাপ ভাগ্য আমাদের সহায়তা করবে। এটা বলতেই পারি, ক্রিকেটারেরা মনের দিক থেকে তরতাজাই রয়েছে। ফাইনালে সেরা খেলা উপহার দিতে তৈরি।” 

ভারত দলের কোচ আরো যোগ করেন, “ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে কী হয়েছিল, তা আর মনে রাখার প্রয়োজন নেই।

শনিবার একটা নতুন দিন শুরু হবে। নতুন উদ্যম নিয়েই আমাদের খেলতে হবে।”

এদিকে ভারতীয় দলের কোচ হিসেবে এটাই রাহুল দ্রাবিড়ের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পর রোহিত-কোহলিদের দায়িত্বে আর থাকবেন না তিনি।

LEAVE A REPLY