পিচের মাটি খাওয়ার ব্যাখ্যা দিলেন রোহিত

সংগৃহীত ছবি

ম্যাচ জয়ের পর নোভাক জোকোভিচের কোর্টের ঘাস খাওয়ার দৃশ্য টেনিস প্রেমীদের কাছে এখন আর অজানা নয়। সার্বিয়ান টেনিস তারকার ঘাস খাওয়ার এই দূশ্য এখন শুধু টেনিসের নয়, পুরো ক্রীড়াঙ্গনের আইকনিক দৃশ্য। টেনিসের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জয়ীর মতোই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অদ্ভূত এক দৃশ্যের জন্ম দিয়েছেন রোহিত শর্মা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার পর পিচের মাটি খেয়েছেন রোহিত।

ভারতীয় অধিনায়কের সেই দৃশ্য পরে মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে পরে অনেক আলোচনা হলেও রোহিত কেন খেয়েছিলেন তা এতদিন অবশ্য অজানাই ছিল। তবে আজ বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে মাটি খাওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে।

কোনো কারণ ছাড়াই রোহিত মাটি খেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ জয়ের মুহূর্তটাকে সঙ্গে রাখার জন্যেই এমনটি করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার,‘পিচে যাওয়ার পর থেকেই মুহূর্তটা অনুভব করছিলাম। কারণ পিচটি আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছে। এই পিচে খেলেই আমরা ফা্ইনাল জিতেছি। মাঠটি সারাজীবনের জন্য স্মরণে রাখতে চাই।

সঙ্গে পিচটিও। তাই পিচের এক টুকরো অংশ আমার কাছে রাখতে চেয়েছিলাম।’

মাটি খাওয়ার বিষয়ে রোহিত আরো বলেন,‘মুহূর্তটা (বিশ্বকাপ জয়) আমার কাছে খুবই বিশেষ। এই মাঠেই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তাই ব্যতিক্রম কিছুটা একটা করতে চেয়েছিলাম।

মাটি খাওয়ার এটাই কারণ ছিল।’

পরিকল্পনা করে যে মাটি খেয়েছেন রোহিত তেমনটা অবশ্য নিশ্চিত করেননি তিনি। ভারতীয় অধিনায়কের মতে, এটা তাৎক্ষনিকভাবে হয়েছে। ১৩ বছর পর ভারতকে কোনো সংস্করণের বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক রোহিত বলেছেন,‘বিষয়টি আমি ব্যাখ্যা করতে পারব না। কারণ এটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল না। এটা তাৎক্ষণিকভাবে হয়ে গেছে।’

LEAVE A REPLY