রোহিতকে কেন ধন্যবাদ জানালেন দ্রাবিড়

সংগৃহীত ছবি

ভারতের হয়ে তিনবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন রাহুল দ্রাবিড়। সবকটি ওয়ানডে সংস্করণে। কিন্তু খেলোয়াড়ী ক্যারিয়ারে কোনোবারও ট্রফি জয়ের উৎসব করার সুযোগ পাননি তিনি। সেই আক্ষেপে এবার কোচ হিসেবে মিটিয়েছেন ভারতের সাবেক ব্যাটার।

স্বপ্ন পূরণের পর বিশেষ একজনকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়। সেই বিশেষ ব্যক্তি হচ্ছেন রোহিত শর্মা। যার ফোন না পেলে বিশেষ এই মুহূর্তের স্বাক্ষী হওয়া হতো না ভারতের সাবকে অধিনায়কের। কেননা ঘরের মাঠে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হওয়ার পরই কোচের পদ ছাড়তে চেয়েছিলেন তিনি।

সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে অবশ্য তার ২ বছরের চুক্তিও শেষ হয়েছিল।

দ্রাবিড়কে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলে শুরুতে বিসিসিআইকে না করে দেন তিনি। তবে নভেম্বরে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন। সেই সিদ্ধান্ত বদলে ভূমিকা রেখেছেন রোহিত।

ভারতীয় অধিনায়কের অনুরোধেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করতে রাজি হন তিনি।

যার ফলস্বরূপ বিশ্বকাপের ট্রফি উচিঁয়ে ধরার সুযোগ পেয়েছেন দ্রাবিড়। এমন স্মরণীয় মুহূর্তের স্বাক্ষী হওয়ার সুযোগ পেয়ে তাই রোহিতকে ধন্যবাদ জানাতে ভুলেননি ক্রিকেটে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ব্যাটার। তিনি বলেছেন,‘রো (রোহিত) তোমাকে ধন্যবাদ নভেম্বরে আমাকে কল করে কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে বলার জন্য। তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করাটা সৌভাগ্যের এবং আনন্দের ছিল।

তবে, রো সময়টার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা অনেক সময় কথা বলেছি, অনেক আলোচনা করেছি। কিছু বিষয়ে ঐক্যমত হয়েছি আবার অনেক সময় দ্বিমত পোষণ করেছি। তবে সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

টুর্নামেন্ট শেষেই ভারতীয় দলের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্কেও ছেদ পড়েছে। বিদায় বেলা বিশ্বকাপ জয়ের এমন মুহূর্ত এনে দেওয়ার জন্য সকলের প্রতি তাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দ্রাবিড় বলেছেন,‘আমি সাধারণত ভাষা হারিয়ে ফেলি না। তবে আজকের দিনের মতো এই বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে কৃতজ্ঞতার শেষ নেই। আমাকে, আমার কোচিং এবং সাপোর্ট স্টাফের প্রতি সম্মান ও উদারতা দেখানোর জন্য।’

LEAVE A REPLY