পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি ২০২৩ সালের ১৭ জুলাই লাহোর হাইকোর্টের একটি রেজিস্ট্রার অফিসে বিভিন্ন মামলায় জামিনের জন্য বন্ডে স্বাক্ষর করছেন। ফাইল ছবি : এএফপি
দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার (২ জুলাই) দেশটির রাওয়ালপিন্ডির একটি বিশেষ আদালত এই জামিন দিয়েছে। সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির মামলায় বুশরা বিবিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাওয়ালপিন্ডির বিশেষ আদালত।
চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। ইমরান খানের নির্বিচার কারাদণ্ডের সাজায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ।
তবে আল কাদির বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমি অধিগ্রহণকারীর কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলাকে ভুয়া বলে দাবি করেছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। অর্থের বিনিময়ে ভূমি অধিগ্রহণে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছেন তারা।
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির মামলা জামিন পেলেও বুশরা বিবির মুক্তি মেলার সম্ভাবনা নাই। কারণ ইমরান খানের সাথে তার বিয়েকে অবৈধ দাবি করে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন তিনি।
ইমরান খান ও তার রাজনৈতিক দল তেহরিক ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) বলেছে, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতায় ফেরাকে ঠেকাতেই রাজনৈতিক কারণেই এসব মামলা দায়ের করা হয়েছে।
কয়েক মাসে পাকিস্তানের আদালত রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস ও কোষাগার থেকে অবৈধ উপায়ে রাষ্ট্রীয় উপহার হাতিয়ে নেওয়া এবং বিক্রির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ইমরান খানের কারাদণ্ড স্থগিত করেছে।
তবে পাকিস্তানের সাবেক এই ক্রিকেট মহাতারকা আরও বেশ কয়েকটি মামলায় লড়ছেন।