দেড় লাখ ডলারে নিলামে বিক্রি এলভিস প্রিসলির বিখ্যাত জুতা

ছবি ; সংগৃহীত

এলভিস প্রিসলির এক জোড়া আইকনিক জুতা রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। ১৯৫৬ সালে প্রকাশ হয় এলভিস প্রিসলির অভিষেক অ্যালবাম, যার প্রথম গানটি ছিল ‘ব্লু সুয়েড সুজ’। সেই স্মরণীয় জুতা জোড়া সম্প্রতি নিলামে ১ লাখ ২০ হাজার পাউন্ড বা ১ লাখ ৫২ হাজার ডলার দর পেয়েছে। 

গত ২৮ জুন এ নিলামের আয়োজন করে ব্রিটিশ অকশন হাউজ হেনরি অল্ডরিজ অ্যান্ড সন।

বাস্তবে রক এন রোল সম্রাটকে বিভিন্ন সময়ে ব্লু সুয়েড জুতোয় দেখা গেছে। এই জুতাগুলো ১৯৫০ এর দশকে মঞ্চে এবং বাইরে পড়তেন।

নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অল্ডরিজ অ্যান্ড সন জানায়, ক্যালিফোর্নিয়ার একজন সংগ্রাহক জুতা জোড়া কিনে নিয়েছেন। নিলামে জুতো জোড়াকে শোবিজনেসের ‘আইকনিক’ স্মারক হিসেবে উল্লেখ করা হয়।

প্রাথমিকভাবে জুতাগুলোর দাম ধরা হয়েছির ৫৫ হাজার পাউন্ড বা ৬৯ হাজার ৬০০ ডলার। ব্লু সুয়েড সুজে নান-বুশ ব্র্যান্ডের নিশানাও রয়েছে।

এ জুতা পরে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিসলি। এর মধ্যে উল্লেখযোগ্য, ১৯৫৬ সালের জুলাইয়ে স্টিভ অ্যালেন শোতে এই জুতা পরে ‘আই ওয়ান্ট ইউ, আই নিড ইউ, আই লাভ ইউ’ গানটি পরিবেশন করেছিলেন তিনি।

প্রিসলি ১৯৫৮ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেয়ার আগের রাতে বন্ধু অ্যালান ফরটাসকে এই জুতা জোড়া উপহার দিয়েছিলেন। এলভিস প্রিসলি মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও এ পপ আইকনের বন্ধু জিমি ভেলভেট এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে তারকা সঙ্গীতশিল্পী ফ্রেডি মার্কারির একটি পোশাকও। পোশাকটি বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার পাউন্ড বা আড়াই লাখ ডলারে।

সূত্র : ছবি সিএনএন।

LEAVE A REPLY