কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল কখন এবং কে কার প্রতিপক্ষ

সংগৃহীত ছবি

কোয়ার্টার ফাইনালের সূচি অনেকটা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে কলম্বিয়ার সঙ্গী হবে কোন দল। এই তালিকায় সবার আগে ছিল ব্রাজিল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কোস্টারিকা।

কোস্টারিকার কঠিন সমীকরণের চেয়ে শেষ আটে সুযোগ পাওয়ার পথটা সহজ ছিল ব্রাজিলের। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই জায়গা পাকা সেলেসাওদের। আজ সকালে ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে সেই লক্ষ্যই পূরণ করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের অষ্টম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে।

এতে করে কোন দল কখন কার মুখোমুখি হবে সব চূড়ান্ত হয়ে গেছে। আজকের ড্রয়ে কোপা আমেরিকার ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ আটে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে লড়বে। অন্যদিকে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া লড়াই করবে পানামার বিপক্ষে।

অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।

আর অন্য কোয়ার্টারে মুখোমুখি হবে ভেনেজুয়েলা-কানাডা।

কোয়ার্টার ফাইনালের সূচি

তারিখ                    ম্যাচ                  ভেন্যু              বাংলাদেশ সময়
৫ জুলাই    আর্জেন্টিনা-ইকুয়েডর     হিউস্টন          সকাল ৭টা
৬ জুলাই    ভেনেজুয়েলা-কানাডা     আর্লিংটন         সকাল ৭টা
৭ জুলাই    কলম্বিয়া-পানামা             গ্লেনডেল         ভোর ৪টা
৭ জুলাই    উরুগুয়ে-ব্রাজিল            লাস ভেগাস      সকাল ৭টা

LEAVE A REPLY