সংগৃহীত ছবি
বয়সের কথা চিন্তা করে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে একসঙ্গে টানা দুই টুর্নামেন্টে খেলার মতো অবস্থা নেই বলে আর্জেন্টাইন অধিনায়কের এমন সিদ্ধান্ত। অন্যথা অলিম্পিকের জন্য আজ ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে তাঁর নাম থাকার সম্ভাবনা ছিল বেশি।
মেসি না করলেও অলিম্পিক দলে হুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্ডিকে দলে ডেকেছেন আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাচেরানো।
সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত সদস্য গোলরক্ষক জেরোনিমো রুলিও জায়গা পেয়েছেন।
অলিম্পিক দল মূলত অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট হলেও নিয়মে আছে যেকোনো দল সর্বোচ্চ ৩ জন খেলোয়াড় এর চেয়ে বেশি বয়সের নিতে পারবে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে বিশ্বকাপজয়ী তিন ফুটবলারকে দলে নিয়েছেন ৪০ বছর বয়সী কোচ মাচেরানো। খেলোয়াড় হিসেবে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে স্বর্ণজয়ী মাচেরানোর দলে আছেন বয়সভিত্তিক টুর্নামেন্টে মাতানো আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লদিও এচেভেরি।
কোপা আমেরিকা শেষেই অলিম্পিক দলে যোগ দেবেন বিশ্বকাপজয়ী ৩ ফুটবলার আলভারেজ,ওতামেন্ডি ও রুলি। আগামী ৫ জুলাই শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। অন্যদিকে প্যারিস অলিম্পিকে আলবিসেলেস্তাদের মিশন শুরু হবে ২৪ জুলাই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে আর্জেন্টিনার প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরোক্ক।
গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ ইরাক এবং ইউক্রেন। এর আগে দুটি প্রীতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার অলিম্পিক দল
গোলরক্ষক: লিয়েন্দ্রো ব্রে, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: মার্কো ডি সিজারে, জুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান , নিকোলাস ওতামেন্দি, ব্রুনো অ্যামিওনে ।
মিডফিল্ডার: এজেকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেডিনা, কেভিন জেনন।
ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডু,থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলট্রান।