পুলিশের ডিআইজি পদে শিগগির পদোন্নতি হতে পারে

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে শিগগির পদোন্নতি হতে পারে। গতকাল শনিবার সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত লম্বা সময় ধরে গতকাল এ বৈঠক হয়।

নাম প্রকাশ না করার শর্তে এসএসবির এক সদস্য কালের কণ্ঠকে বলেন, পুলিশের ডিআইজি পদে পদোন্নতির যাচাই-বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চলতি মাসের মধ্যে এ পদে পদোন্নতি হতে পারে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ বাহিনীতে ডিআইজি পদ রয়েছে ৮৭টি। এর মধ্যে মাত্র ১১টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া আগে থেকেই সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ) ৬৫টি পদ অনুমোদন হয়ে আছে।

সব মিলিয়ে বর্তমানে ৭৬ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া যাবে। তবে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতির যোগ্য কর্মকর্তা রয়েছেন ১৩০ জনের বেশি। এ জন্যই এই পদোন্নতি ঘিরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সুপারনিউমারারি হিসেবে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি হলেও জটিলতা থেকে যাবে।

তাই এসব পদ সৃষ্টি হওয়ার পরও মাসখানেক ধরে এ পদোন্নতি ঝুলে আছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার কালের কণ্ঠকে বলেন, পুলিশ কর্মকর্তাদের সুপারনিউমারারি পদ সৃষ্টির মেয়াদ মাত্র এক বছর হওয়ায় এক ধরনের জটিলতা তৈরি হয়। এর সমাধানে পদগুলোর মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উদ্যোগ নিয়ে সব প্রক্রিয়া শেষ করে পদগুলো স্থায়ী করতে হবে। তা না হলে এক বছর পার হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা বেতনের বাড়তি অংশ পাবেন না।

পদোন্নতি হলেও জটিলতা বাড়বে : গত অক্টোবরে অতিরিক্ত ডিআইজির ১৪০টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হয়।

এ ছাড়া পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-২) পদ ১০টি,  ডিআইজি (গ্রেড-৩) ৬৫টি এবং পুলিশ সুপারের (গ্রেড-৫) ১৫০টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হয়। পুলিশ কর্মকর্তাদের সুপারনিউমারারি এসব পদের মেয়াদও মাত্র এক বছর। পদগুলোতে কর্মরতরা পদোন্নতি পেলে, অবসর নিলে, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে—এমন শর্ত দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এতে আগের মতো ভবিষ্যতেও এসব পদ নিয়ে আবার জটিলতা হতে পারে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন। তবে গত কয়েক বছর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও সংখ্যাতিরিক্ত পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পদের মেয়াদ এক বছর হবে—এমন শর্ত ছিল না। ফলে তাঁরা পদোন্নতির পর যথানিয়মে চাকরি করে গেছেন।

LEAVE A REPLY