আসছে দীঘির ‘৩৬-২৪-৩৬’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কার্ড প্রকাশ করে রীতিমতো হৈচৈ বাধিয়ে দিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী? পরে জানা গেল, রেজাউর রহমানের ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এর প্রচারণার কৌশল এটি। এই ছবি ও সমসাময়িক অন্যান্য প্রসঙ্গে দীঘির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

৩৬-২৪-৩৬
এক সপ্তাহ হলো ওয়েব ছবিটির প্রচারণায় নেমেছেন দীঘি।

গতকাল করেছেন ফটোশুট। সামনে আছে সাংবাদিক সম্মেলন। সেদিনই ঘোষণা আসবে, কবে মুক্তি পাবে ছবিটি। বেশ আগেই শুটিং শেষ হয়েছে ‘৩৬-২৪-৩৬’-এর।

দীঘির সঙ্গে অভিনয়ে আছেন আবু হুরায়রা তানভীর, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সারসহ অনেকেই। ছবিটিতে প্রিয়ন্তী নামের তরুণী দীঘি। তার বিয়েকে কেন্দ্র করেই গল্প। 

দীঘি বলেন, “নামটা শুনে অনেকে হয়তো ‘বডি শেমিং’-এর বিষয়টি সামনে আনতে পারেন।

আসলে সেটা নয়, দেখলেই বুঝতে পারবেন মজার একটা গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রচারণার কৌশল নিয়ে আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি আলোচনা করেছিল। একটি কনসেপ্টও শেয়ার করেছিল বিয়ের কার্ড নিয়ে। আমি রাজি হই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। বিষয়টি নিয়ে অনেক মজাও হয়েছে।

আমার বন্ধুরা পর্যন্ত ভুল বুঝেছে, মনে করেছে সত্যিই আমি বিয়ে করছি। তবে এখন সব পরিষ্কার।

সম্পর্কে নেই, বিয়ে তো দূর
বিয়ে নিয়ে একটা রব যেহেতু উঠেই গেছে, সত্যি সত্যি বিয়েটা তিনি কবে করবেন? দীঘি বলেন, ‘বিয়েশাদি নিয়ে ভাবছিই না। এখন ফোকাস শুধু পড়াশোনা আর অভিনয়ে। বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবে পাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরিবারও সেটা চায়।’

কোনো প্রেমের সম্পর্কে বাঁধা পড়েননি তো? সেটাও জানালেন ‘মুজিব’ অভিনেত্রী, ‘আশপাশের মানুষ জানে, বড্ড ঠোঁটকাটা স্বভাবের মেয়ে আমি। লুকোছাপাও পছন্দ করি না। আমি কোনো রিলেশনে নেই। থাকলে কবেই বলে দিতাম। চুরি তো করতাম না, একটা সম্পর্কই তো শুধু করতাম।’

‘জংলি’কাহন
বাংলাদেশের অভিনেত্রীরা সাধারণত পর্দায় নায়িকা চরিত্রে হাজির হতে চান। সে ক্ষেত্রে দীঘি হাঁটলেন অন্য পথে। মুক্তি প্রতীক্ষিত ‘জংলি’তে অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে প্রস্তাবটা পাওয়ার পর মনের সঙ্গে কম যুদ্ধ করেননি, শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ বলেছিলেন পরিচালককে। দীঘি বলেন, “তখন সবে ‘অ্যানিমেল’ ছবিটা মুক্তি পেয়েছে। দেখলাম রাশ্মিকা মান্দানাকে ছাপিয়ে গেলেন তৃপ্তি দিমরি। অল্প কয়েকটি দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। এখনকার জাহ্নবী কাপুর, সারা আলী খানরাও অতিথি হচ্ছেন হরহামেশা। ভাবলাম বাংলাদেশেও আমি এই ট্রেন্ড শুরু করি। এটুকু বলে রাখি, ছবিটি দেখার পর দর্শক আমার চরিত্রটিকে মনে রাখবে। সেটা বড় না ছোট, ভাবার সময়ই পাবে না।”

রুটিন করে পড়াশোনা  আর অভিনয়
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের ছাত্রী দীঘি। আছেন দ্বিতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারে। পড়াশোনার চাপটাও বেশ। এদিকে হাতে আসছে একের পর পাণ্ডুলিপি। সেগুলোও পড়তে হচ্ছে। সময়টা সামলাচ্ছেন কিভাবে? ‘রুটিন করে নিয়েছি। শুটিং না থাকলে অর্ধেকটা সময় কাটাই অধ্যয়নে আর বাকিটা পাণ্ডুলিপি পড়ে। দুটিরই সমান গুরুত্ব আমার কাছে। না পড়লে ফেল করব আর পাণ্ডুলিপি না পড়লে ভালো গল্প সিলেক্ট করতে পারব না, ক্যারিয়ার পড়বে হুমকির মুখে’—বলেন দীঘি।

তুফান ভাবিয়েছে
বাংলাদেশের চলচ্চিত্র ধীরে ধীরে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। শাকিব খান অভিনীত ‘তুফান’ এরই মধ্যে বিশ্ববাজারে এক লাখ ডলার আয় করেছে। খবরটা অজানা নেই দীঘিরও। আন্তর্জাতিক মানের ছবিতেই এখন থেকে অভিনয় করতে চান, নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। বলেন, “একটা সময় ভাবা হতো সমাজের নিম্ন আয়ের মানুষজন আমাদের ছবির দর্শক। এখন সেই ভাবনা বদলের সময় এসেছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই দেখেছেন ‘তুফান’। মাল্টিপ্লেক্সগুলো যেমন হাউজফুল গেছে, তেমন সিঙ্গেল স্ক্রিনও। এখন এ ধরনের ছবিই হবে। আমিও এখন ছবি করার ক্ষেত্রে বাজেট, নির্মাতা, অ্যারেঞ্জমেন্ট—এ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।”

LEAVE A REPLY