নজরদারি এড়াতে পুরোনো পদ্ধতিতে হিজবুল্লাহ, দিশেহারা ইসরাইলি যোদ্ধারা

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা ইসরাইলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরোনো পদ্ধতিতে ফিরে গেছে।

কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরাইলকে অন্ধ বা বোকা বানানোর জন্যে এমনটি করছেন তারা। শক্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবিলায় প্রয়োজন পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়া।

হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরাইলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)।

অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছে প্রতিরোধ যোদ্ধারা। তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তিপর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছে।

এ ছাড়া তারা সাংকেতিক বার্তা এবং ২৫ বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছেন। এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তেলআবিবের জন্য।

হিজবুল্লাহর টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরোনো পদ্ধতির প্রতি মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির।

আইডিএফ কর্তৃপক্ষ আরও জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরাইলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY