পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘এটা জানানো যাচ্ছে যে আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজ জাতীয় দলের নির্বাচক কমিটিতে আর থাকছেন না।
নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে।’
খেলোয়াড়, কোচিং স্টাফসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে ক্রিকবাজের এক খবরে বলা হয়েছে।
বিশ্বকাপের আগে কোনো চেয়ারম্যান ছাড়া নতুনভাবে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করেছিল পিসিবি। ওয়াহাব ও রাজ্জাক ছিলেন কমিটির অন্যতম দুই সদস্য।
রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন, ওয়াহাব শুধু পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। এখন মেয়েদের নির্বাচক হিসেবেও আর দেখা যাবে না রাজ্জাককে। বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে পিসিবির প্রাথমিক তদন্তে এই দুই দুজনের কাজে অসংগতি বেরিয়ে এসেছে।
বিশ্বকাপ চলাকালীন দলের একের পর এক ব্যর্থতায় পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন।
ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে অবসর থেকে ফিরিয়ে এনে দলে রাখার সমালোচনাও করেন তিনি।
ওয়াহাব ও রাজ্জাককে বরখাস্ত করলেও বাকি পাঁচজন আপাতত বহালই থাকছেন। তারা হলেন মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক, দুই কোচ গ্যারি কার্স্টেন, জেসন গিলেস্পি এবং ডাটা অ্যানালিস্ট বিলাল আফজাল।