হারের পেছনে রেফারির দায় দেখছেন ডাচ অধিনায়ক

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচে শেষে রেফারির দিকে ছুটে গেলেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। রেফারির সাথে রেগে কথা বলতে দেখা যায় তাকে। ম্যাচ শেষেও তার রাগ থামেনি। ইংল্যান্ডের বিপক্ষে হারের জন্য রেফারিকে দায়ী করছেন তিনি।

বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় নেদারল্যান্ডস। শুরুতে এক গোলে এগিয়ে থেকেও হেরে যায় ডাচরা। পেনাল্টি থেকে সমতা আনার পর শেষ মুহুর্তের গোলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। তবে পেনাল্টি নিয়েই রয়েছে বিতর্ক।

ম্যাচ শেষে ডাচ অধিনায়কের কণ্ঠে রেফারি নিয়ে অভিযোগ শুনা যায়। ডাচ অধিনায়ক ডাইক বলেন, “শেষ বাঁশি বাজিয়েই কেন রেফারি টানেলে ঢুকে গেল। এটাই বলে দেয় সব কিছু। আমার আর কিছু বলার নেই।

শেষ সময়ে গোল হজম করা সত্যিই কষ্টের। আমাকে এখানে এসে বলতেই হবে। সেটা আমার কর্তব্য। কিন্তু কী বলব আমি জানি না।”

শুধু পেনাল্টি নয়, পুরো ম্যাচে অনেক সিদ্ধান্তই নেদারল্যান্ডসের বিপক্ষে গেছে।এছাড়াও ইংলিশ ফুটবলারের হেড করা বল বেরিয়ে গেলেও রেফারি কর্নার কর্ণার দেননি। এমন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েই বিরক্ত ডাচ ফুটবলারেরা।

এই ম্যাচের রেফারি ফেলিক্স জয়ারকে নিয়ে বিতর্ক আগেও হয়েছে। ২০০৫ সালেম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হয়ে নির্বাসিত করা হয়েছিল তাকে। আরো একবার বিতর্কে জড়ালেন তিনি।

LEAVE A REPLY