এমবাপ্পেকে অযোগ্য অধিনায়ক বললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী পেতিত

ফ্রান্স ইউরোর সেমিফাইনালে সুযোগ পেলেও তাদের খেলার ধরন নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। কারণ শেষ চারে ওঠার আগ পর্যন্ত কোনো ওপেন প্লে গোল করতে পারেনি তারা। স্পেনের বিপক্ষে যখন সেমিতে ওপেন প্লে গোল পেল তখনই আবার বিদায়ঘণ্টাও বাজল।

স্পেনের কাছে ২-১ গোলে হেরে ফ্রান্সের ইউরো যাত্রা শেষ হয় শেষ চারে।

এমন টুর্নামেন্টে যখন অধিনায়কের কাজ দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তখন একদম নিজের ছায়া হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ৫ ম্যাচ খেলে মাত্র ১টি গোল করেছেন তিনি। সেটিও আবার পেনাল্টিতে। ভুলে যাওয়ার মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ফরাসি স্ট্রাইকার।

ইউরো যাত্রা শেষে তাই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন এমবাপ্পে। জানিয়েছিলেন, ইউরোতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। তবে দায় স্বীকার করেও সমালোচনা থেকে মুক্তি পাচ্ছেন না ফ্রান্সের অধিনায়ক। টুর্নামেনেন্টজুড়ে এমবাপ্পের সমালোচনা করে আসা ইমানুয়েল পেতিত এবার তাকে অযোগ্য অধিনায়ক বলে সম্বোধন করেছেন।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তকে এমনটি জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পেতিত। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার বলেছেন, ‘পিএসজির হয়ে শেষ ছয় মাসে যখন দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ খেল তখন শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে অনেক সময় পেয়েছ। সে ইউরো শুরুর আগে বলেছিল, শারীরিক শক্তির চেয়ে মানসিকভাবে শক্তিশালী হতে সে যত্নবান। কিন্তু তুমি মানসিকতার সঙ্গে শারীরিকভাবেও দুর্বল ছিলে। আর অধিনায়ক হিসেবেও।আমার মতে, সে অধিনায়ক হিসেবে অযোগ্য ছিল।’

LEAVE A REPLY