সৌরভ-প্রান্তিকার ছবির মুনাফা দিয়ে হাসপাতাল নির্মাণ করতে চান পরিচালক

পরিচালক হিসাবে প্রথম ছবি। ছবিটি পারিবারিক কাহিনি নিয়ে নির্মাণ করেছেন শুভম রায়। ছবিতে কৌস্তভ ও শর্মিলার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও প্রান্তিকা দাস। কৌস্তভ ও শর্মিলার দাম্পত্য জীবন মধুর। কিন্তু হঠাৎ একটি ঘটনায় রাতারাতি সবকিছু বদলে দেয় তাদের জীবন। কীভাবে এই ধাক্কা সামলাবেন তারা? 

ছবিটিতে আরও অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে উল্লেখ করে পরিচালক শুভম রায় বলেন, আপাত এটি ‘ফ্যামিলি ড্রামা’ হলেও সেখানে প্রেমরহস্যসহ সবই রয়েছে। দর্শক অভিনেতা-অভিনেত্রীদের নতুন গেটআপে দেখতে পাবেন। দর্শক নিরাশ হবেন না।

এর আগে সৌরভ ও প্রান্তিকা জুটি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কিন্তু সেই সিরিজটি এখনো আলোর মুখ দেখেনি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আশা করি শিগগিরই দর্শকরা সিরিজটি দেখতে পাবেন।

নতুন ছবিতে জুটি বাঁধা প্রসঙ্গে অভিনেতা সৌরভ বলেন, বাংলার অভিনেত্রী প্রান্তিকা সম্প্রতি কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ ছবিতে অভিনয় করেছেন। দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে শুভমের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। আমার চরিত্রটিও খুব সুন্দর। দারুণ অভিজ্ঞতা হলো। তা ছাড়া এ ছবির একটি অন্য দিকও আছে— একটি মহতী উদ্যোগ রয়েছে শুভমের। তাই ওর পাশে থাকতে চেয়েছিলাম। 

জানা গেছে, এই ছবির লাভের পুরোটাই পরিচালক হাসপাতাল নির্মাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। শুভম রায় বলেন, এ ছবি থেকে যে টাকা উপার্জন করবেন, তা নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে দান করবেন তিনি।

পরিচালক আরও বলেন, এ ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের নতুন লুকে দেখা যাবে। এ ছাড়া প্রথম ছবিতে ইন্ডাস্ট্রির নামিদামি অভিনেতাদের পেয়ে আমি উচ্ছ্বসিত। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। খুব শিগগির ছবিটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।

এ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— খরাজ মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশি গঙ্গোপাধ্যায়, গার্গি সেনগুপ্ত, সূর্য মজুমদার প্রমুখ। 

সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY