দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। চলচ্চিত্রের কারো সঙ্গে নেই যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মাণ ছবিগুলোও আটকে আছে।
এর মধ্যে পরিচালক সাদেক সিদ্দিকী জানালেন, পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি দিতে যাচ্ছেন ২৩ জুলাই।
আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় ছবিটি। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানালেন তিনি।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক বলেন, ‘সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি আগেই। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে ছবিটি মুক্তি দেব।
তবে সেটা আর হচ্ছে না। একাই সব কিছু করতে হবে এখন।’
সিনেমার মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে।
আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না।’
জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। পপির সঙ্গে রয়েছেন আমিন খান। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা।
শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।
সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি।