সাকিব-জয়াসুরিয়াদের কীর্তিতে ভাগ বসালেন স্টোকস

বেন স্টোকস কীর্তিটা গড়তে পারতেন আরো আগে। কিন্তু মাঝে কিছুদিন বোলিং না করায় অপেক্ষাটা দীর্ঘ হয় তার। তাতে যেন ভালোই হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডারের। যেমনটা বলা হয়- অপেক্ষার ফল সুমিষ্ট হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেট পাওয়া ক্রিকেটার আছেন মাত্র ৫ জন। এবার সেই তালিকাটাই লম্বা করলেন স্টোকস। কীর্তিটাও আবার এমন এক মাঠে গড়লেন যেখানে একটি ম্যাচ খেলার জন্য অনেক ক্রিকেটার তীর্থের কাকের মতো অপেক্ষা করে। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে গতকাল মাইলফলকটা ছুঁয়েছেন স্টোকস।

৩০০ উইকেটের রেকর্ড গড়তে লর্ডস টেস্টে ২ উইকেটের প্রয়োজন ছিল স্টোকসের। প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে মাইলফলকটি স্পর্শ করেন ইংল্যান্ডের অধিনায়ক। তার আগে এই কীর্তিতে নাম তুলেছেন সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, জ্যাক কালিস, সনাৎ জয়াসুরিয়া ও কার্ল হুপার।

গতকাল লর্ডস টেস্টে আরও একটি কীর্তি গড়েছেন স্টোকস।

দীর্ঘতম সংস্করণে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০০ রান ও ২০০ উইকেটের ক্লাবে নাম তুলেছেন তিনি। ২০০ উইকেট পেতে ৩ উইকেটের প্রয়োজন ছিল লর্ডসে। প্রথম ইনিংসের ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে মাইফলক স্পর্শ করেন তিনি। ২০০তম উইকেটের শিকার মিকাইল লুইস। টেস্টে তার পরিসংখ্যান এখন ৬৩২০ রান ও ২০০ উইকেট।

সংখ্যা যে এখানে থামছে না সেটা না বললেও চলবে।

টেস্টে ৬০০ রান ও ২০০ উইকেটের এই কীর্তি স্টোকসের আগে মাত্র দুজন অলরাউন্ডারের ছিল। প্রথম এই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্স। তার ৮০৩২ রান ও ২৩৫ উইকেটের মাইলফলক পরে ছাড়িয়ে যান সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক কালিস। দীর্ঘ সংস্করণে ১৩২৮৯ রান ও ২৯২ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।

স্টোকসের কীর্তির টেস্টে ইংল্যান্ডের জয় শুধু সময়ের অপেক্ষা। দুই ইনিংস মিলিয়ে এখন ইংল্যান্ডের এক ইনিংসের রান শোধ দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ব্যবধানের হার থেকে বাঁচতে হলে আরো ১৭১ রান করতে হবে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসের রান দাঁড়িয়েছে ৬ উইকেটে ৭৯ রান। প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয়েছিল তারা। অন্যদিকে পাঁচ ফিফটিতে প্রথম ইনিংসে ৩৭১ রানে অলআউট হয় ইংল্যান্ড।

LEAVE A REPLY