দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কর্মস্থল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) যোগ দেননি আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অপসারিত সদস্য মতিউর রহমান। ফলে থমকে আছে তাঁকে শোকজ করার উদ্যোগ। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, যোগদানের আদেশ অমান্য করায় মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সাবেক কর্মকর্তাদের মতে, অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে পলায়নের অভিযোগে মতিউরকে চাকরিচ্যুত করা যাবে।
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে গত ২৩ জুন এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। সংযুক্ত করার দুই সপ্তাহ পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি। এমনকি ছুটিও নেননি। তবে আরেকজনের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদানপত্র জমা দিয়েছেন তিনি।
তবে চাকরিবিধি অনুযায়ী বদলির দিনই সশরীরে নতুন কর্মস্থলে যোগদানের কথা মতিউরের।
জানা গেছে, এনবিআর মতিউরকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করার কথা ছিল। শোকজ করার যেই উদ্যোগ নেওয়া হয়েছিল, তা-ও থমকে আছে। আইআরডি কর্মকর্তারা জানান, মতিউর বাহকের মাধ্যমে একটি যোগদানপত্র পাঠিয়েছেন।
কিন্তু আইনসম্মত না হওয়ায় যোগদানপত্র গ্রহণ করা হয়নি।
কর্মকর্তারা জানান, মতিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গত সপ্তাহে নোটিশ প্রস্তুত করে আইআরডি। কিন্তু পাঠানো হয়নি।
কর্মকর্তারা জানান, শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ মতিউরের বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে।