সেন্টার কোর্টে দানি মেদভেদের কাছে প্রথম সেট হেরে ধাক্কা খান কার্লোস আলকারাজ। তাতে অবশ্য দমে যাননি এই স্প্যানিয়ার্ড। পরের তিন সেটে দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়িয়ে পৌঁছে গেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে এসে আলকারাজের জয় ৬-৭, (১-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।
এদিকে নারী এককের প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ডোনা ভেকিচকে হারিয়ে ফাইনালে পা দেন জেসমিন পাওলিনি। অন্য সেমিতে ফেভারিট এলেনা রিবাকিনাকে চমকে দিয়ে শিরোপার মঞ্চে পৌঁছে যান বারবোরা ক্রেচসিকোভা। প্রথম সেট হেরেও পরের দুটিতে দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে ম্যাচ জিতেন তিনি। দুজনেরই প্রথম ফাইনাল হওয়ায় উইম্বলডন পাচ্ছে নতুন রানী।
এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল হেরে স্বপ্ন ভঙ্গ হয় পাওলিনির। এখনো গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলেও আরেকটি ফাইনাল তাঁর কাছে অবিশ্বাস্য লাগছে,’টানা দুটি ফাইনালে খেলতে যাচ্ছি, বিশ্বাস করতে পারছি না।’ ক্রেচসিকোভা অবশ্য ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের মুকুট জিতেছেন।