পাকিস্তানের নতুন নির্বাচক ইউসুফ-শফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের নির্বাচকের পদ থেকে ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাত সদস্যের নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছিলেন এই দুইজন। এবার সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে নিয়ে নতুন নির্বাচক কমিটি গঠন করেছে পিসিবি।আরও পড়ুন

নির্বাচক কমিটি থেকে বরখাস্ত রাজ্জাক-ওয়াহাব রিয়াজ

নির্বাচক কমিটিতে আরো আছেন টেস্ট কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।

এছাড়া টেস্ট অধিনায়ক শান মাসুদ ও  ওয়ানডে অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজালকে নির্বাচক থেকে সরিয়ে পিসিবির নতুন দায়িত্ব দেয়া হচ্ছে। সেই সঙ্গে ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকেও নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

নতুন এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন করা।

আসন্ন এই টেস্ট সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এর পর ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আর এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে যাত্রা শুরু হবে গিলেস্পির।

LEAVE A REPLY