ফাইনালের দিন কলম্বিয়ায় ছুটি ঘোষণা

সংগৃহীত ছবি

আগামী ১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠে বেশ আশার সঞ্চার করেছে কলম্বিয়া। ২৮ ম্যাচ ধরে অপরাজিত হামেস রদ্রিগেজরা যে হাড্ডাহাড্ডি লড়াই করবে তা বলা অপেক্ষা রাখে না। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রধান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে একটি সংবাদ সম্মেলনে ফাইনালের দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটির ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বর্তমানে তিনি জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
 
এ প্রসঙ্গে পেত্রো বলেন, ‘কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক।

তাই আমরা ফাইনালের  দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’  

তিনি আরো বলেন, “আমরা নাগরিক  ছুটির দিনটি উদযাপন করব, যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসাবে কল্পনা করব। সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে, প্রতিক্রিয়া জানাতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, তাদের গার্লফ্রেন্ড, প্রেমিক, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে উদযাপন করতে দেওয়া উচিত এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব।”

LEAVE A REPLY