আমার মধ্যে কমতি আছে কি না, উপলব্ধি করতে চাই : ফারিন

ফারিন খান

কোরবানির ঈদের পাঁচটি নাটকে হাজির হয়েছেন ফারিন খান। দর্শক বেশ পছন্দ করেছে নাটকগুলো। নতুন করে চলচ্চিত্রের জন্যও নিচ্ছেন প্রস্তুতি। মডেল-অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

সাফল্যের কারণ
কোরবানির ঈদকে সামনে রেখে জুনের প্রথম সপ্তাহে ইউটিউবে মুক্তি পায় মেহেদি হাসান হৃদয়ের ‘ডিয়ার বস’। নাটকটিতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেন ফারিন ও সামিরা খান মাহি। নাটকটি এরই মধ্যে এক কোটি ১২ লাখের বেশিবার দেখা হয়েছে। এবারের ঈদে তারকাবহুল ও বড় বাজেটের নাটকগুলো সেভাবে ভিউ পায়নি।

বিপরীতে ‘ডিয়ার বস’-এর সাফল্যে সংশ্লিষ্টদের সবাই খুশি।

এই নাটকের সাফল্যের কারণ বললেন ফারিন, ‘অনেক দিন ধরেই আমাদের নাটকগুলো প্রেম-ভালোবাসা বা ফ্যামিলি ড্রামাতে বন্দি হয়ে গিয়েছিল। নির্মাতা এই নাটকে ভিন্ন এক গল্প নিয়ে হাজির হয়েছেন। আমি, মাহি ও মুশফিক ফারহান ভাই উপস্থিত হয়েছি অন্য রকম লুকে।

এমন লুকে দর্শক আগে আমাদের দেখেনি। তা ছাড়া আমাদের তিনজনের একটা ফ্যানবেজ আছে। তারা নাটকটি পছন্দ করেছে বলেই ভিউ বেড়েছে।’

দুই দিনে দুই নাটক
শুক্র ও শনিবার ফারিন অভিনীত দুটি নাটক এসেছে ইউটিউবে—আলোক হাসানের ‘টাইমলেস’ ও এল আর সোহেলের ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’। দুটি নাটকেই ফারিনের সঙ্গে অভিনয় করেছেন শাশ্বত দত্ত।

ফারিন বললেন, ‘দুটি নাটকের গল্প দুই ধরনের। আমি সব সময় চেষ্টা করি নিজেকে নতুনভাবে দর্শকের সামনে হাজির করতে। আগামী সপ্তাহে আরো দুটি নাটক আসবে আমার। এ দুটিতে আমার সহশিল্পী মুশফিক আর ফারহান ভাই। নাটক দুটি দেখলেও দর্শক বুঝতে পারবে, প্রতিটি নাটকে নিজেকে কিভাবে বদলাচ্ছি।’

আসছে ত্রিভুজ
নাটকের পাশাপাশি ওটিটির জন্যও নিয়মিত কাজ করেন ফারিন। এর মধ্যে শুটিং সম্পন্ন করেছেন আলোক হাসানের ওয়েব ছবি ‘ত্রিভুজ’। এখানে ফারিনের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। শিগগিরই দীপ্ত প্লে’তে মুক্তি পাবে ছবিটি। ফারিন বললেন, ‘বড় আয়োজনে নির্মিত হয়েছে ছবিটি। তিনটি আলাদা আলাদা পরিবারের গল্প। প্রতিটি পরিবারের সদস্যরাই কোনো না কোনো ঝামেলার সঙ্গে জড়িয়ে যায়। অসময় তাদের আষ্টেপৃষ্ঠে ধরে। প্রযোজনা প্রতিষ্ঠান বেশ ঘটা করে প্রচার-প্রচারণা করে ছবিটি মুক্তি দেবে। শিগগিরই হবে সংবাদ সম্মেলন।’

তুফান দেখবেন
ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছেন। ঈদের দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে পরের দিন আবারও শুটিং! ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এবারের ঈদের নাটক-সিনেমা দেখতে যেতে পারেননি। এই সপ্তাহ থেকে একটু সময় পাচ্ছেন ফারিন। এর মধ্যে মুশফিক ফারহান অভিনীত ‘নূর’ দেখেছেন, তৌসিফ মাহবুবের ‘হাজত’ও দেখা শেষ। ইচ্ছা আছে বড় পর্দায় ‘তুফান’ দেখার, ইচ্ছাটা সপ্তাহখানেকের মধ্যে পূরণ করতে চান ফারিন। বলেন, “আমি সব সময়ই অন্যদের কাজ মন দিয়ে দেখি। এবারের ঈদে যে নাটকগুলো আলোচনায় এসেছে, একে একে সব দেখব। শাকিব খান অভিনীত ‘তুফান’ তো দেখতেই হবে। আপাতত এক সপ্তাহ শুটিং নেই। সময়টা নাটক-সিনেমা দেখেই কাটাতে চাই।”

আরেকটু ব্রেক চাই
সোহেল আরমান নির্মাণ করছেন ‘সংবাদ’। ছবিটিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন ফারিন। তবে করছেন না। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘লজ্জা’ও ফিরিয়ে দিয়েছেন আগে। সম্প্রতি কলকাতার একটি ছবি থেকেও সরে দাঁড়িয়েছেন। একসময় চলচ্চিত্রে অভিনয় করা ফারিন কেন বারবার ছবি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? ‘ধ্যাততেরিকি’ অভিনেত্রী বলেন, ‘আরেকটু ব্রেক চাই। আমার মধ্যে কোনো কমতি আছে কি না—সেটাও উপলব্ধি করতে চাই। সোহেল আরমান ভাই, জাজের আব্দুল আজিজ ভাই ও কলকাতার সেই ছবির নির্মাতাকে বিনয়ের সুরেই এ কথাটা বলেছি। আসলে অভিনয় করলে তো দুই-চারটি ছবি মুহূর্তেই পেয়ে যাব। তবে এভাবে কাজ করতে চাই না। আরো অপেক্ষা করতে চাই। জানেন তো অপেক্ষার ফল হয় মধুর।’

LEAVE A REPLY