ব্যস্ততা শেষে আম্বানির বিয়েবাড়িতে মোদি

অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করলেন মোদি (ডানে)

ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিল গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। তবে ব্যস্ত শিডিউলের জন্য বিয়েতে আসতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিয়েতে না এলেও পরের দিন আশীর্বাদে এলেন প্রধানমন্ত্রী। 

শনিবার (১৩ জুলাই) রাতে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে ও ছোট বউমাকে আশীর্বাদ দিতে আম্বানির বাড়িতে পৌঁছেন মোদি। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পৌঁছেন খোদ মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। সেখানে হাত জোড় করে সবাইকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের জন্য মোদি পরেছিলেন সাদা কুর্তার ওপর মোদি কোট। 

1
অনন্ত ও রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শনিবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির সচিবালয় আইএনএস টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পৌঁছেন বিয়ের অনুষ্ঠানে। মোদিকে দেখা মাত্রই খুশির ঝলক দেখা যায় অনন্ত-রাধিকার মুখে।

মোদির পা ছুঁয়ে প্রণাম করেন আম্বানি পরিবারের ছোট ছেলে। এরপর মোদির চরণ ছুঁয়ে আশীর্বাদ নেয় নতুন বউ রাধিকা। প্রাণভরে দুজনকে আশীর্বাদ করেন মোদি। রাধিকার মাথায় হাত রেখে তাঁর সিঁথির সিঁদুর অটুট থাকার মঙ্গল আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী।

নিয়ম মেনে নবদম্পতিকে আশীর্বাদ করে হাতে উপহার তুলে দেন মোদি।

রুপার থালায় সাজিয়ে ঈশ্বরের ছবি নবদম্পতিকে উপহার দেন প্রধানমন্ত্রী। ঠাকুরের সেই ছবি মাথায় ঠেকিয়ে আশীর্বাদ গ্রহণ করেন অনন্ত-রাধিকা। এরপর ফের মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় অনন্তকে। তখন মঞ্চের আরেক পাশে হাত জোড় করে দাঁড়িয়ে ছিলেন নীতা ও মুকেশ। এরপর মোদি এগিয়ে আসেন তাদের দিকে। প্রধানমন্ত্রীর হাতে মাথা ঠেকিয়ে তাকে ধন্য়বাদ জানান এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ। শুধু পাত্রের বাবা-মাকেই নয়, নিজে এগিয়ে গিয়ে রাধিকার বাবা-মায়ের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মোদি।

এদিন মোদির পাশাপাশি রাজনীতিবিদ চিরাগ পাসোয়ান, হেমা মালিনী, রবি কিষাণ, পবন কল্যাণ, চন্দ্রবাবু নাইডুরা পৌঁছেছেন অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদে। এর আগে বিয়েতে হাজির ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কুটনীতিকসহ আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ ব্যবসায়ীরা। হাজির ছিলেন হলিউড-বলিউডসহ ক্রীড়াঙ্গনের মহাতারকারাও।

LEAVE A REPLY