যে কারণে কোপার ফাইনালের সময় পেছাল ৩০ মিনিট

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সকাল ৬টায় মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। সেই লক্ষ্যে দু’দলের ফুটবলাররা মাঠে এসেও পৌঁছেছে। তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রত্যাশার চেয়ে বেশি দর্শক আসায় হিমশিম খেতে হচ্ছে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের। 

হাই ভোল্টেজ এই ম্যাচটি মাঠে বসে দেখতে টিকিট ছাড়ায় স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার চেষ্টা চালিয়েছেন অনেকে। ফলে সমর্থকদের বাধা দেওয়ার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়। যে কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর অর্থাৎ সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি।

কোপা আমেরিকায় এটিই হয়তো মেসির শেষ ম্যাচ। আর ডি মারিয়া তো জানিয়েই দিয়েছেন এটাই তার শেষ ম্যাচ। দুই কিংবদন্তির শেষ ম্যাচ। তাছাড়া ২৩ বছর পর কোপার ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। স্বাভাবিকভাবেই তাই ব্যাপক দর্শক এসে হাজির হয়েছে গ্যালারিতে। এই ম্যাচের টিকিট পেতেও গুনতে হয়েছে মোটা অংকের টাকা। অনেকে আবার টাকা দিয়েও টিকিট পাননি। ফলে বাধ্য হয়ে টিকিট ছাড়ায় স্টেডিয়ামে খেলা দেখতে চলে এসেছেন অনেকেই। যা সামাল দিতে গিয়েই বেকায়দায় পড়েছে নিরাপত্তারক্ষীরা।

স্টেডিয়ামের মূল ফটক ভেঙে মাঠে প্রবেশ করার চেষ্টা চালিয়েছে দর্শকরা। যার ফলে ব্যাপক হুড়াহুড়ি তৈরি হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অনেকে আবার আহতও হয়েছেন। এই পরিস্থিতিতে তাই ৩০ মিনিট সময় পিছিয়ে ম্যাচ।

LEAVE A REPLY