এমবাপ্পেকে বরণে উৎসবের নগরী এখন মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের অনেক সাধনার ফল কিলিয়ান এমবাপ্পে। সবশেষ দুই মৌসুম টানা ব্যর্থ হওয়ার পর অবশেষে এমবাপ্পেকে আগামী ৫ মৌসুমের জন্য নিজেদের ক্লাবে টানতে পেরেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। তখন থেকেই এমবাপ্পেকে বরণ করে নেওয়ার অপেক্ষায় মাদ্রিদবাসী। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহর ফুরতে চলেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে বরণ করে নিতেই এখন চলছে জোর প্রস্তুতি।

ফ্রান্সের ২৫ বছর বয়সি এই ফুটবলার এরইমধ্যে দলকে জিতিয়েছেন একটি বিশ্বকাপ। আরেক বিশ্বকাপে দলকে তুলেছিলেন স্বপ্নের ফাইনালে। সেখানে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। যদিও ভাগ্য সহায় না হওয়ায় আর্জেন্টিনার বিপক্ষে হারতে হয়েছিল এমবাপ্পের ফ্রান্সকে। এর বাইরেও ফরাসি ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত একটা ক্যারিয়ার গড়েছেন এই তারকা।

এই মুহূর্তে সময়ের সেরা স্ট্রাইকদের একজন এমবাপ্পে। তাকে পেয়ে তাই উচ্ছ্বাসিত রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে বরণ করে নিতেই এখন চলছে প্রস্তুতি। ধারণা করা হচ্ছে এমবাপ্পেকে বরণে হাজির হতে পারে ৮৫ হাজার দর্শক। বার্নাব্যু সাজবে নতুন রূপে।

এর আগে, ১৫ বছর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বরণ করে নিতে গ্যালারি ঠাসা দর্শক হাজির হয়েছিল বার্নাব্যুতে। এবার সেই সমর্থকদের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, এমবাপ্পেকে বরণ করে নেওয়ার জন্য কোনো টিকিট কাটতে হবে না সমর্থকদের। যার ফলে রেকর্ড পরিমাণ দর্শকই হাজির হবে বলে আশা করা হচ্ছে। 

এমবাপ্পের অবশ্য সময়টা ভালো যাচ্ছে না। এবার ইউরোতে প্রথম ম্যাচেই চোটে পড়েন তিনি। সেই চোটে নাক ভেঙে যায় এমবাপ্পের। এরপর যদিও মাস্ক পরে মাঠে নেমেছেন। তবে সেই অর্থে পারফর্ম করতে পারেননি তিনি। তার দল সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নেয়। তবে সেই ধাক্কা সামলে রিয়ালের জার্সিতে নতুন অভিষেক নিয়ে রোমাঞ্চিত এখন এমবাপ্পে।

LEAVE A REPLY