কমপ্লিট শাটডাউনে মেট্রো রেল চলাচল স্বাভাবিক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। ফলে রাজধানীর সব সড়কে গণপরিবহন প্রায় বন্ধ রয়েছে। তবে সকাল থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে স্বাভাবিকভাবে মেট্রো রেল চলার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অবশ্য মেট্রো স্টেশনগুলোতে এপিবিএন ও পুলিশের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

সরেজমিনে মেট্রোরেলের ফার্মগেট ও শাহবাগ স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীদের উপস্থিতি কিছুটা কম। সপ্তাহের শেষ কর্মদিবসে সাধারণত যেমন যাত্রী হয়, তত যাত্রী নেই। লাইন নেই টিকিট কাউন্টারে।

নির্ধারিত সময়ে আসা মেট্রো রেলে মোটামুটি ভিড় রয়েছে।

এদিকে কোটাবিরোধী আন্দোলন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

চলমান কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার (১৬ জুলাই) থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতায় শিক্ষার্থীসহ সাতজন মারা যান। আহত হন কয়েক শ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।

এ অবস্থায় সারা দেশের স্কুল-কলেজের পাশাপাশি সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। সর্বশেষ গতকাল বুধবার (১৭ জুলাই) বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে সব হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়। 

এদিকে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, ‘উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মুত্যুবরণ করছে তাদের আত্মার মাগফিরাত কমনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যেসব ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না।’

তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যে-ই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরো ঘোষণা করছি, হত্যাকাণ্ডসহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের ও ন্যায়বিচারের স্বার্থে সেসব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উসকানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে।’

LEAVE A REPLY