ঢাকার সঙ্গে সব জেলার বাস চলাচল বন্ধ

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এখন রাজধানী ঢাকা। ঢাকার বিভিন্ন সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এতে করে বন্ধ রয়েছে যান চলাচল।

এদিকে এই আন্দোলনের ফলে ঢাকার সঙ্গে দেশের সব জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার কোনো টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এ ছাড়া অন্য কোনো জেলা থেকেও বাস রাজধানী ঢাকায় ঢোকেনি। 

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে মাধ্যমে দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন শাটডাউনে হাসপাতাল, গণমাধ্যসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে বাস চলাচল চালু রাখার ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি। গতকাল বুধবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা গাড়ি বন্ধ করিনি। গাড়ি চলার নির্দেশ আছে।

এদিকে আজ সকালে গাবতলী বাস টার্মিনালের দেখা যায়, সব টিকিট কাউন্টার ফাঁকা রয়েছে। এর মধ্যে অনেক কাউন্টার বন্ধ বাসগুলো সারিবদ্ধভাবে পার্ক করে রাখা হয়েছে। 

LEAVE A REPLY