‘চাই না আর কোনো মা-বাবার কোল খালি হোক’

জিয়াউল ফারুক অপূর্ব

চলছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। এই আন্দোলনে গতকাল মৃত্যুবরণ করেছেন ছয়জন তরুণ। সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। আজকেও ঘটেছে একই ঘটনা। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সবাই। তারকা ব্যক্তিরাও দিচ্ছেন পোস্ট।

যেমন গতকাল এক দফা পোস্ট করেছিলেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ আবারও লিখলেন। আজ সন্ধ্যার পরে তিনি লেখেন, সংঘাত রক্তপাতে কোনো সমাধান আসে না। শিক্ষার্থীদের কথাগুলো শুনে তাদের সঙ্গে কথা বলে যুক্তিতর্ক দিয়ে কি সমাধান হয় না? আমাদের কি কথা বলার মতো কারো মুখ নেই? কথা শোনার মতো কান নেই।

তিনি আরো যুক্ত করে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর আঘাত করা হচ্ছে তারা আমাদেরই কারো না কারো সন্তান, ভাই, বোন, বন্ধু, সহপাঠী। আমার করজোড়ে অনুরোধ, দয়া করে সব প্রতিনিধিরা আলোচনায় বসুন, সব ভুল- বোঝাবুঝির অবসান ঘটুক অতিদ্রুতই। আর রক্ত দেখতে চাই না, আর কারো প্রাণ যাক চাই না। চাই না আর কোনো মা-বাবার কোল খালি হোক। সংঘাত চাই না।

সমাধান উপহার দিন৷ ভালোলেন্স ইজ নেভার দি অ্যানসার।’

LEAVE A REPLY