শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে অলিম্পিক গেমস। উদ্বোধনী অনুষ্ঠানে ৩ হাজার নৃত্যশিল্পী পারফর্ম করবে বলে জানিয়েছে আয়োজকরা। এদের মধ্যে এসএফএ-সিজিটি সংগঠনের ৩০০ নৃত্যশিল্পী ধর্মঘট শুরু করেছেন।
তাদের দাবি বেতনে বৈষম্য রয়েছে। অলিম্পিক গেমসের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের জন্য ১ লাখ ৭২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। অথচ উদ্বোধনের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন শিল্পীরা।
মঙ্গলবার সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন উদ্যোক্তারা। সেখানে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার প্রস্তাব দেন তারা। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন নৃত্যশিল্পীরা। ফলে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সংশয় দেখা দিয়েছে।
ফ্রান্সের বেসরকারি সংস্থায় থাকা আরও অনেক কর্মী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি গ্রীষ্মকালীন অবকাশের মধ্যে অলিম্পিকের জন্য কাজ করছেন তারা। ফলে তাদের অতিরিক্ত বোনাস দিতে হবে। দাবি না মানলে তারাও ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন।