বাবার কবরে শায়িত হবেন শাফিন

শাফিন আহমেদ

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মাত্র ৬৩ বছর বয়সে তার এই প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে তার লাশ ঢাকায় আনতে আমেরিকায় গেছেন তার ভাই হামিন আহমেদ। জানা গেছে, তার লাশ দাফন করা হবে ঢাকায় বনানী গোরস্তানে।

তার বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হবে প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদকে।

পরিবার সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। পাশে তাঁর মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে। ১৯৭৪ সালে মারা গেছেন কমল দাশগুপ্ত।

ফিরোজা বেগমকে বিয়ের পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন কমল দাশগুপ্ত।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।

উল্লেখ্য,  ৯ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাফিন আহমেদ।

একটি কনসার্টে গানও পরিবেশন করেন। ২০ জুলাই ভার্জিনিয়াতে তার আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল। সেদিন অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শাফিনের বড় ভাই হামিন আহমেদ জানান, ম্যাসিভ (গুরুতর) হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের।

<

LEAVE A REPLY