ফের শারীরিক অবস্থার অবনতি সুজেয় শ্যামের

সুজয় শ্যাম

অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও জাতীয় পুরস্কারজয়ী সংগীত পরিচালক সুজেয় শ্যাম। প্রায় ৪০ দিন হাসপাতালে থাকার পর ২১ জুলাই বাসায় ফিরেছিলেন। ফের শারীরিক অবস্থার অবনতি, পুনরায় শিল্পীকে হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিল্পীর মেয়ে লিজা সুজেয় শ্যাম বলেন, ‘বাবা ক্যান্সারে আক্রান্ত।

তাঁর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। কয়েক দিন আগেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা বলেছেন, কেমোথেরাপি দিতে হবে। দু-এক দিনের মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাব।

মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত হয় সুজেয় শ্যামের সুর করা অনেক গান। সেসবের মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

হাছন রাজার জীবন নিয়ে সিনেমা ‘হাছন রাজা’র সংগীত পরিচালনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুজেয় শ্যাম। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের বিশেষ অনুরোধে এই ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।

পরে ‘জয়যাত্রা’ ও ‘অবুঝ বউ’ সিনেমার সংগীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সংগীতে অসামান্য অবদান রাখায় ২০১৮ সালে তিনি একুশে পদক লাভ করেন।

LEAVE A REPLY