বুমরাহর প্রিয় শিকার কোহলি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো মাঠে নামবে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ দিয়ে। তবে এই সিরিজে বিশ্রামে থাকবেন ভারতকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক জাসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

বুমরাহকে শ্রীলঙ্কাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর তার অনুভূতি জানতে যোগাযোগ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকার দেওয়ার সময়ই ক্যারিয়ারের অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সেই সাক্ষাৎকারের বুমরার কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ারের সেরা উইকেট কোনটি? তার জবাবে বিরাট কোহলির উইকেটকে সেরা বলে জানান ভারতীয় পেসার।

ভাবছেন সতীর্থ হওয়ায় কিভাবে তার উইকেটকে সেরা বলেন বুমরাহ। আসলে কোহলির উইকেটটা ছিল আইপিএলের ম্যাচে। তিনি বলেছেন, ‘আমি মনে করি বিরাট কোহলির উইকেট। তখন আমার বয়স ছিল ১৯ বছর।

তবে আমার এখনো মনে হয় আমি সেখানেই আটকে আছি।’

২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে খেলতে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে কোহলিকে এলবিডাব্লিউ করেছিলেন বুমরাহ। সেদিন শুধু কোহলিকেই নন, আরো দুই ব্যাটারকে আউট করে ৩২ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাইয়ের সেরা বোলারও ছিলেন তিনি। তবে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তার দলকে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

সব মিলিয়ে আইপিএলে মুখোমুখি ১৬ ম্যাচে ৫ বার কোহলিকে করেছেন বুমরাহ। বিপরীতে ১৪০ রান নিয়ে কোহলি। ভারতের সাবেক অধিনায়কের উইকেটকে সেরা বলার আগে অবশ্য ক্যারিয়ারের প্রিয় ৫ শিকারি ব্যাটারের নাম জানিয়েছেন তিনি। কোহলি বাদে বাকি চারজন হচ্ছেন ওলি পোপ, শন মার্শ, মোহাম্মদ রিজওয়ান ও ওলি রবিনসন। 

LEAVE A REPLY