ছবি ; সংগৃহীত
২০২২ সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি ইউক্রেন সফরে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত মাসে ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরেই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো।
প্রধানমন্ত্রী মোদি তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর জেলেনস্কি তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই বছরের মার্চ মাসে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। তখন চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদি বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত তার সাধ্যের মধ্যে সবকিছু করে যাবে।
এই মাসের শুরুতে দুদিনের সফরে মস্কোও গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রেসিডেন্ড পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, সহিংসতার কোনো সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না।
তিনি বলেন, ‘ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই।
আলোচনা এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ।’
সূত্র : এনডিটিভি