জিতু আহসান। ছবি: সংগৃহীত
একসময় নিয়মিত অভিনয় করতেন জিতু আহসান। এখন অবশ্য কমিয়ে দিয়েছেন। তবে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ সরব তিনি। নিজের ফেসবুক আইডিতে লিখছেন নিয়মিত।
পোষ্ট করছেন নানারকম ছবি। কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে।
চলমান ঘটনা নিয়ে আজ তিনি ফেসবুকে লেখেন, ‘নিয়তি কি অদ্ভুত। পুলিশ এর বেনজির, এনবিআর- এর মতিউর, ড্রাইভার আবেদ আলী, পিওন জাহাঙ্গীর এই রকম নাম জানা না জানা হিসাব ছাড়া দুর্নীতিবাজ যারা দেশটার কোমর ভেঙে ফেলেছে।
তারা কি সুন্দর ভালো থাকলো। আর এতগুলো নিষ্পাপ ছাত্র, যারা জীবনের এখনো কিছুই দেখলো না, বাবা মা কে ছেড়ে চিরকালের জন্য চলে গেলো।’
তিনি বাবা-মায়ের কথা উল্লেখ করে বলেন, ‘এই মা বাবা যতদিন বেঁচে থাকবে, বাচ্চাগুলার ছবির দিকে তাকিয়ে দোযখের শাস্তি পৃথিবীতেই ভোগ করবে। কে পাপ করে, সাজা কে পায়, নিয়তি, সত্যি তুমি বড়ো অদ্ভুত।
’
এরইমধ্যে তার পোস্টটিতে কমেন্ট ও শেয়ার করেছেন তার ভক্ত ও অনুরাগীরা। তাদের জবাবও দিয়েছেন এই অভিনেতা।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে যারা পর্দা মাতিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন জিতু আহসান। একাধারে টেলিভিশন, বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের প্রিয় হয়ে উঠা সেই তারকা একটা সময় অভিনয় থেকে বিরতি নেন। এরপর মাঝেমধ্যে কিছু কাজ করলেও আর নিয়মিত হয়ে উঠা হয়নি তার।
২০১৭-১৮ সালের পর জিতু আহসানকে অভিনয়ে সেভাবে আর পাওয়া যায়নি। তবে গেল বছরে ওটিটির জন্য একটি থ্রিলার সিরিজ ‘মাকাল’-এ কাজ করেছিলেন তিনি। এরপর আর কোন কাজে তাকে পাওয়া যায়নি।