প্রযোজকের খোঁজে অমিতাভ রেজা

অমিতাভ রেজা চৌধুরী

বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার নির্মাতা হিসেবে অমিতাভ রেজা চৌধুরীর দীর্ঘ ক্যারিয়ার। বড় পর্দায় চমক দেখিয়েছেন ‘আয়নাবাজি’ (২০১৬) দিয়ে। বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল ছবিটি। অথচ গত আট বছরে প্রেক্ষাগৃহে ওঠেনি তাঁর নির্মিত আর কোনো ছবি।

‘রিকশা গার্ল’ নামে একটি ছবি বানিয়েছেন বটে। সেটার মুক্তিও পেছাচ্ছেন দফায় দফায়। বর্তমানে তাঁর হাতে রয়েছে ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘১৯৬৯’। অনুদানের দুই বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি কাজ।

এ বিষয়ে অমিতাভ রেজা বলেন, ‘ছবিটার জন্য ভালো বাজেট দরকার। ফান্ডিংয়ের অপেক্ষায় আছি। এ কারণে কাস্টিংয়ের ব্যাপারেও এগোতে পারছি না। তবে চরিত্রানুযায়ী কয়েকজন অভিনয়শিল্পীকে ভেবে রেখেছি।

প্রযোজক খুঁজে পেলেই কাজটা শুরু করব।’

এদিকে হৈচৈয়ের সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন অমিতাভ রেজা। চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সেপ্টেম্বরে সিরিজটির শুটিং করবেন বলে জানালেন নির্মাতা। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

LEAVE A REPLY