ভারতীয় তারকার জয় বাতিল করল অলিম্পিক কর্তৃপক্ষ

ছবি: এএফপি

প্যারিস অলিম্পিক ২০২৪ এ গুয়াতেমালার কেভিন কর্ডনকে হারিয়ে দারুণ জয় পেলেও দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় শাটলার লক্ষ্য সেনকে। প্রতিপক্ষ কর্ডন ইনজুরিতে পড়ায় লক্ষ সেনের অর্জিত জয়টি বাতিল করে দেয় অলিম্পিক কর্তৃপক্ষ।

কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কর্ডন। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের ইনজুরির কারণে লক্ষ্য সেনের এই জয় গণণা করা হবে না।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) একটি বিবৃতিতে বলেছে, ‘গুয়েতেমালার পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কেভিন কর্ডন বাম কনুইতে চোটের কারণে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করেছেন।’

জয়টি বাতিল হওয়ায় এখন গ্রুপ পর্বের পরের ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগির বিপক্ষে খেলতে হবে লক্ষ্যকে। এরপর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিপক্ষে খেলবেন তিনি। এই গ্রুপে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ম্যাচ খেলতে হবে লক্ষ্যকে।

LEAVE A REPLY