সাঁতারে কিংবদন্তির রেকর্ড ভাঙলেন মার্শ

ছবি: এএফপি

সাঁতার কিংবদন্তি অলিম্পিয়ান মাইকেল ফেলপসের ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন ফ্রান্সের লিও মার্শ। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন ফেলপসকে উত্তরসূরি ভাবা ২২ বছর বয়সী এই সাঁতারু।

তর্কসাপেক্ষে সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ সোনা তার নামের পাশে।

২০০৮ বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার মিডলেতে ফেলপসের টাইমিং ছিল ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। এবার প্যারিস অলিম্পিকে ৪ মিনিট ২.৯৫ সেকেন্ডে রেস শেষ করেন মার্শ। এতেই ভেঙে দেন কিংবদন্তির রেকর্ড।

সাঁতারের পুলে মারশাঁ নিজেকে জানান দিয়ে আসছেন বেশ কয়েকবছর ধরেই।

২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা। এবার ২০২৪ সালে এসে ফেল্পসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি।

রেসে মার্শ অবশ্য ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

তার ৫.৬৭ সেকেন্ড পরে এসে সাঁতার শেষ করে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।

মার্শে ৫.৬৭ সেকেন্ড পরে সাঁতার শেষ করে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।
 

LEAVE A REPLY