হানিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, যা বলছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জেরে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও ইরান। এ বিষয়ে মন্তব্য না করলেও হানিয়াকে হত্যার অঙ্গীকার করে আসছিল ইসরায়েল। তবে ইরান হানিয়াকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকেও দুষছে।

ইরান বলেছে, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল হানিয়াকে হত্যা করতে পারত না।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ‘ইসমাইল হানিয়াহকে হত্যা করতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়েছে এবং এ কাজটি গোয়েন্দা সহায়তা ছাড়া সম্ভব ছিল না।’ রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি আরো বলেছেন, ‘এ বিষয়ে আমেরিকার দায় অস্বীকার করা যায় না।’

এদিকে এ অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হানিয়া হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে মার্কিন উপরাষ্ট্রদূত বলেছেন, ‘হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বা জড়িত ছিল না।’ এই অঞ্চলে উত্তেজনা কমাতে রবার্ট উড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সাহায্য চেয়েছেন। 

রবার্ট উড আরো বলেন, ‘এই কাউন্সিলের প্রত্যেক সদস্যের উচিত ইরান যেন সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র না দেয় সেই ব্যবস্থা করা এবং সব অর্থায়ন বন্ধ করা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অংশীদারদের কর্মকাণ্ডে লাগাম টেনে ধরতে বলা উচিত।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

LEAVE A REPLY