‘আমি তো কোনো অন্যায় করিনি’

তানভীন সুইটি।

হঠাৎ করেই একটা পরিবর্তন হয়েছে দেশের। কোটা সংস্কার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ক্ষমতার আশপাশে থাকা মানুষদের খুব একটা দেখা যাচ্ছে না। অনেকেই বিদেশ পাড়ি জমিয়েছেন।

অনেকেই আবার ফোন বন্ধ করে চলে গেছেন আত্মগোপনে।

শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ছিল, এমন তারকার সংখ্যা নেহায়েত কম নয়। এর মধ্যে নায়ক ফেরদৌস তো ছিলেন এমপি। পাশাপাশি বেশ কিছু তারকাকে দেখা যেত নানা ধরনের মিটিং-মিছিলে।

সরকারের যেকোনো কাজেও ছিল আধিপত্য তারকাদের। তাদের মধ্যে একজন অভিনেত্রী তানভীন সুইটি। তাকে সরকারের নানা উদ্যোগের সঙ্গে সহমত জানাতে দেখা গেছে এবং নানা আয়োজনে থেকেছেন উপস্থিত।

পটপরিবর্তনের সঙ্গে তিনিও কি গা ঢাকা দিয়েছেন? আজ দুপুরে কালের কণ্ঠ’র সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর।

তিনি বলেন, ‘আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। আমি সেখানে যেতেই পারি। এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি। আমি আগে যা ছিলাম, এখনো তাই আছি।

তাই আমার সঙ্গে কারো কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করছি।’

কথা প্রসঙ্গে তিনি গায়ক রাহুন আনন্দের খোঁজ নেন। তিনি বলেন, ‘রাহুলদার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মতো শিল্পীর বাড়ি পুড়িয়ে কাজটা ভালো করেনি। এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক।’

কথা প্রসঙ্গে সুইটি জানান, তিনি আবার অভিনয়ে আসবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন।

LEAVE A REPLY