ভারতে পালিয়েছেন ফেরদৌস?

ফেরদৌস

চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ বছর আয়োজিত নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মাত্র সাত মাসের মধ্যে ঘটে যায় আমূল পরিবর্তন। ছাত্র-জনতার আন্দোলনের জের ধরে সরকার পতন হয়ে যায়।

তার পর থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতাকর্মীরা কার্যত গা ঢাকা দিয়েছেন। তারকা সাংসদেরও খোঁজ মেলেনি। তবে জানা গেছে, ফেরদৌস বর্তমানে পাশের দেশ ভারতে অবস্থান করছেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ফেরদৌস নাকি এখন ভারতে আছেন।

তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। এই বিপদের সময় তার কাছে ভারতেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে। যদিও কেউ কেউ আবার দাবি করেছেন, ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি। বরং তিনি বাংলাদেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন।

এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ। তার ব্যক্তিগত সচিবের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকেই খোঁজ নেই ফেরদৌসের। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে।

চ্যানেলটির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY