বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করা হয়েছে।

এছাড়া বাফুফের অর্থ কমিটি এবং রেফারিজ কমিটিএ প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন সাবেক এই তারকা ফুটবলার।

২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন মুর্শেদী। কিন্তু নানা সময়ে নানা কারণে বিতর্কিত হয়েছেন তিনি। এ বছর জালিয়াতিতে সম্পৃক্ত থাকার দায়ে তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করে ফিফা।

ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতির পাশাপাশি সালাম মুর্শেদী একজন সাংসদ ছিলেন।

আওয়ামী লীগ থেকে খুলনা-৪ আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক ক্ষমতা হারানোর কারণেই ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী।

LEAVE A REPLY