হকি দলের ম্যানেজার সেই ‘সম্রাট’!

সংগৃহীত ছবি

২১ আগস্ট প্রশিক্ষণ ও প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে দুই মাসের জন্য জার্মানি যাওয়ার কথা বাংলাদেশ হকি দলের। সেই দলের ম্যানেজার হিসেবে যাঁর নাম দেওয়া হয়েছে, সেটি বিস্ময়ের—ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি হকি অঙ্গনের কেউ নন এবং নানাভাবে বিতর্কিত।

২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে সম্রাট গ্রেপ্তার হন।

পরে দুর্নীতি, অর্থপাচার মামলায় জামিনে বেরিয়ে আসেন। ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদও ক্যাসিনোকাণ্ডের পর দীর্ঘদিন নিরুদ্দেশ ছিলেন। সম্রাটের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত তিনি। জার্মানগামী দলে তাঁর নামও আছে।

গত ৩০ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁদের জিও প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ আগস্ট ঢাকায় জার্মান দূতাবাসে এই দুজনের ভিসার জন্যও আবেদন করা হয়। 

অবশ্য এরপর রাজনৈতিক পটপরিবর্তনে তাঁদের জার্মানি সফর আটকে গেছে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক, ‘ফেডারেশন সভাপতি, বিমানবাহিনী প্রধানের মাধ্যমে এর মধ্যেই জার্মান দূতাবাসে জানানো হয়েছে, তাদের (ইসমাইল ও অন্য কর্মকর্তারা) যেন ভিসা না দেওয়া হয়। তবে খেলোয়াড়রা যেতে পারবে বলে আশা করি।

ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ও জার্মান কোচ পিটার গেরহার্ডের উদ্যোগেই এই সফরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁরা বিভিন্ন ক্লাবে খেলার পাশাপাশি একসঙ্গে আবার বিভিন্ন প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টও খেলবেন। দলনেতা হিসেবে মাহবুবুল এহসান রানা এবং সহকারী কোচ হিসেবে মামুনুর রহমান চয়নেরও যাওয়ার কথা তাঁদের সঙ্গে।

LEAVE A REPLY