ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন যারা

বি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এর পরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। 

অভিনন্দন জানিয়েছে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলটির নেতা রাহুল গান্ধী পৃথক এক্সে বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। তারা দুজনই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার প্রতি জোর দেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাই। আমরা আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশে স্বাভাবিকতা এবং শান্তি ফিরে আসবে।

বাংলাদেশ আমাদের প্রতিবেশী। যার সঙ্গে আমরা ভারতীয়রা একটি ঐতিহাসিক সম্পর্ক ভাগ করে নিয়েছি। আমরা সংখ্যালঘুসহ সব বাংলাদেশির নিরাপত্তার জন্য প্রার্থনা করি।

 নতুন সরকার গঠন করায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে ড. ইউনূসকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় মোদি লিখেছেন, মুহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা। তিনি আরো বলেন, আশা করি, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরে আসবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ড. ইউনূসকে শুভেচ্ছা জানান অ্যামিন।

ওই স্ট্যাটাসে অ্যামিন লেখেন, ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। এ পদে তাঁর সাফল্য কামনা করি। বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। এই উপলক্ষে আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

বাংলাদেশের নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। এই সরকারের আমলে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশাও করেছেন তিনি।

বৃহস্পতিবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘গত ১৫ বছর ধরে বাংলাদেশে ভারত সমর্থিত সরকার চলছিল। তার অবসান হয়েছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।’

‘এবং আমরা প্রত্যাশা করছি, নতুন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেইজে শুভেচ্ছা বক্তব্যটি পোস্ট করেছেন। 

পোস্টে তিনি বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক- এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক,  মহিলা থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।’

একই সঙ্গে তিনি আশা করেন, ‘বাংলাদেশে চলমান সংকট দ্রুত কেটে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব।’

LEAVE A REPLY