আশনা হাবিব ভাবনা
বহু গুণে গুণী আশনা হাবিব ভাবনা। অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি নৃত্যে যেমন দক্ষ, তেমনি দক্ষ চিত্রাঙ্কনেও। বিভিন্ন সময়ে নিজের ভাবনা রংতুলির আঁচড়ে তুলে ধরেন ক্যানভাসে। এবার ‘বাকস্বাধীনতা’ শিরোনামে সিরিজ ছবি আঁকলেন তিনি।
এতে রয়েছে আটটি ছবি। মজার ব্যাপার হলো, ছবিগুলো এঁকেছেনও বছরের অষ্টম মাসের (আগস্ট) আট তারিখে।
ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘আটটি ছবি আঁকা যখন শেষ হলো, তখন ঘড়িতে ৩টা ৩ মিনিট। এই ৩ নম্বরের সঙ্গে আমার সংযোগ ফিরে আসে (ভাবনার জন্মদিন ৩ আগস্ট)।
যদিও ফিরে ফিরে জন্ম নেওয়ার লোভ আমার নেই!’
১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো রংপুরের তরুণ শিক্ষার্থী আবু সাঈদের একটি প্রতিকৃতি এঁকেছিলেন ভাবনা। সাঈদের মৃত্যুর পরের দিনই ছবিটি ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী।
সম্প্রতি সেই পোস্ট পুনরায় শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘এবার তবে প্রকাশ্যে ফাঁসি দিন আবু সাঈদের খুনিকে। বর্তমানের কাছে চাই নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সুশাসন।
শান্তি প্রতিষ্ঠা হোক। নতুনত্ব দেখার অপেক্ষায়।’